লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামিরবাড়ি গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে  মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে মোখছেদুর রহমান নামক এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার মিস্ত্রিপাড়া গ্রামের আমিনুর মাষ্টার তার বাহিনী নিয়ে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে একই গ্রামের বাবুর আলীর জমি জোরপূর্বক দখল করতে গেলে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এর এক পর্যায়ে আমিনুরের লোকজন বাবুর আলীর ছেলে মোখছেদুর রহমান (২৮) কে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আকরাম হোসেন নামের এক ঘাতককে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি তদনত্ম মনসুর আলী জানান, এ ঘটনায় শতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে। একজনকে আটকও করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here