মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া বাবদ ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে লালপুর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার কচুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক বুধবার (১ ফেব্রুয়ারি) নাটোরের পুলিশ সুপারের কাছে এই অভিযোগ দায়ের করেন।
কচুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক পুলিশ সুপারের কাছে দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৪ জানুয়ারী জমি জমার বিরোধ নিয়ে বাদকয়া গ্রামের আবুল কালাম ও কামরুর ইসলামের মধ্যে দুটি মামলা হয়য়। কামরুল ইসলামের দায়ের করা মামলায় শিক্ষক এনামুল হককে আসামি করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা নজরুল ইসলাম গত ৩১ জানুয়ারী এনামুল হকের বাড়িতে গিয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথাবলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই শিক্ষক ঘুষ দিতে অস্বীকার করলে তদন্তকারি কর্মকর্তা তার বাড়ির জিনিসপত্র তছনছ করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি ওই শিক্ষককে চাকরীচ্যুত করারও হুমকি দেন।
এই ঘটনার বিবরণ উলেস্নখ করে ওই শিক্ষক গত ১ ফেব্রুয়ারী নাটোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি তদন্তকারি কর্মকর্তার শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ঘুষ গ্রহনের কথা অস্বীকার করে বলেন, এনামুল হকের সাথে তার কখনো দেখা বা কথা হয়নি। তিনি কাউকে গালিগালাজও করেননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শিরাজুল ইসলাম শিক্ষকের অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আশীষ কুমার সরকার/লালপুর