নাটোরের লালপুরে গাড়ীর টায়ারের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার কালে ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বদর নামের এক পাচারকারীকে র্যাব-১২ সদস্যরা আটক করেছে।
র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া এর অধীনস্থ হোসেনাবাদ র্যাব ক্যাম্পের একটি দল ডিএডি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর- বিলমাড়ীয়া সড়কের রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া নামক স্থানে একটি ভুটভুটিতে অভিযান চালায়। এসময় ভুটভুটিতে রাখা ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির দুটি টায়ারের মধ্যে অভিনব কায়দায় সাজিয়ে রাখা ১৭১ বোতল ফেনসিডিলসহ বদর (৪০) নামক এক পাচারকারীকে আটক করে। সে কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
এ ঘটনায় হোসেনাবাদ র্যাব ক্যাম্পের হাবিলদার মোসাদ্দেকুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আশীষ কুমার/লালপুর