ডেস্ক রিপোর্ট::  ১২ অক্টোবর সকাল ১১টায় লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে Ò DARE TO DREAM – স্বপ্ন দেখার সাহস” থিম নিয়ে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবারের মতো LIONS INTERNATIONAL PEACE POSTER CONTEST 2023-2024 অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ১১-১৩ বয়সী ৪৩জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন এস. কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, ক্লাব সেক্রেটারী লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরী, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ, ক্লাব ডিরেক্টর ও রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন জাহানারা বেগম, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি।

প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সামিনা নাফিস, শৈল্পিক এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ইলিয়াস, স্ট্রং ফুটওয়্যার লিমিটেড এর ডিজিএম শামসুল আলম সোহেল ও সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের আর্ট টিচার মোঃ মনজুর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের লায়ন, লিও সদস্যসহ সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকবৃন্দ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here