গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া বালাসীঘাট এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করায় মাদকাসক্তদের লাথিতে শুক্রবার রাতে বেগুনী রানী রবিদাস(৫৫) নামে বৃদ্ধা মারা গেছেন। কঞ্চিপাড়া পুলিশ তদন- কেন্দ্রেও ইনচার্জ মাহবুব আলম জানান রাত ১১টার দিকে ৮/১০ জন মাদকাসক্ত যুবক মাদক সেবন করে বেগুনী রানী রবিদাশের বাড়ির কাছে এসে মাতলামি করতে থাকে। এ সময় তার দুই ছেলে সুখলাল রবিদাস ও বাচ্চু রবিদাস তাদের নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওই দুই জনকে মারপিট করতে থাকে। বেগুনী তাদেও বাঁচতে এগিয়ে গেলে মাদকাসক্ত ১ যুবক তার তলপেটে লাথি মারে। এতে বেগুনীরানী গুরুতর আহত হয়।হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে শনিবার বেগুনী রানীর ছেলে বাচ্চু রবিদাশ বাদী হয়ে হিরা, মাহফুজার ,ফরিদ, আলী হোসেনসহ অজ্ঞাত ১০ জনকে আসামী করে। এ ব্যাপারে পুলিশ শনিবার আলী হোসেনকে গ্রেফতার করেছে।
লাশ ময়নাতদন্তে ও জন্য শনিবার বিকালে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা