সিরাজগঞ্জের কাজিপুরে এক বৃদ্ধাকে লাথি মেরে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে দোষী ব্যক্তিরা পলাতক রয়েছে।
পুলিশ জানায়, কাজিপুর উপজেলার প্রত্যন্ত চর খোকশিয়া গ্রামের কাশফুল বেগমের (৫০) সাথে একই এলাকার শাহজাহান আলীর দ্বন্দ চলে আসছিল। রবিবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান আলী তার পেটে লাথি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেডনু্জি ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ