জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ ঈদগাঁহ ময়দানে আওলাদে রাসূল (সাঃ) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আলমাদানীর আহবানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও সারাবিশ্বের মানুষকে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য খতমে শেফা ও দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশসহ বিশ্ব ব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রভাব থেকে সবাইকেক আল্লাহ যেন মাপ করে শেপাদান করে মুক্তি দিতে বুধবার সকালে এ আয়োজন করা হয়।

এ সময় লাখো মানুষের উপস্থিতিতে আল্লাহ-আল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পুরো ঈদগাঁহ ময়দান। সারাবিশ্বের মানুষের শান্তি কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এই খতমে শেপা ও দোয়ার জেলার লাখো মানুষ অংশগ্রহণ করেন।

হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ এ. কে. এম ফজলুল হকের পরিচালনা উক্ত খতমে শেপায় উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (সাঃ) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আলমাদানী, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ, সাইয়্যেদ তাহের জাবেরী, সাইয়্যেদ জায়েদ জাবেরী, সাইয়্যেদ মাহবুব জাবেরী, অধ্যক্ষ মাওয়ালনা আব্দুল আজিজ মজুমদার, মাওয়ালনা ইউছুফ জামান, মাওয়ালনা ইসমাইল প্রমুখ।

উক্ত খতমে শেপায় আওলাদে রাসূল (সাঃ) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আলমাদানী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যখন নানা পদক্ষেপ নেয়া হচ্ছে সেই মুহূর্তে এই রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা কমাতে বিশেষ দোয়া পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখেতে ও বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here