বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিল শুরুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। কিছু সময় পরেই শুরু হবে চারদলীয় ঐক্যজোট ও সমমনা ১৬টি দলের উদ্যোগে আয়োজিত গণমিছিল । নেতৃত্ব দেবেন জোটনেত্রী বেগম খালেদা জিয়া। তবে  সম্মুখভাগে থাকবে জাতীয়তাবাদী মহিলা দল। সবার শেষে থাকবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে  এই গণমিছিল শেষ হবে মগবাজার মোড়ে গিয়ে। গণমিছিল শুরুর আগে নয়াপল্টন কার্যালয়ের সামনে বক্তব্য দেবেন খালেদা জিয়া। দুপুর একটা নাগাদ নয়াপল্টন কার্যালয়ের সামনে ঘুরে দেখা গেছে কাকরাইল নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এই সড়ক ইতোমধ্যে বিএনপি- জামায়াত কর্মীদের দখলে চলে গেছে। চারদিক থেকে মিছিল এসে জড়ো হচ্ছে।

পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থানে আছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন।
মির্জা আলমগীর বলেন,“আজকের গণমিছিলে লাখ লাখ মানুষ অংশ নিয়ে সরকারের প্রতি অনাস্থা জানাবে। দুপুর আড়াইটায় খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে তার নেতৃত্বে এই মিছিল শুরু হবে।”

তিনি বলেন,“গণমিছিল সফল করতে রাজধানীর ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা এসে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরম্ন করেছে।” এদিকে খালেদা জিয়ার বক্তৃতা যাতে মানুষ শুনতে পায় সেজন্য কাকরাইল মোড় পর্যন্ত মাইক লাগানো হয়েছে। জানা গেছে,রাজধানীর পাশের কয়েকটি জেলা থেকেও বাসে নেতাকর্মীরা এসেছেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত ও অন্যান্য দলের নেতাকর্মীরাও ইতোমধ্যে নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছেন। জামায়াত কর্মীরা তাদের নেতাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার,ফেস্টুন ও ছবিসহ মানববন্ধনের মতো দাঁড়িয়েছে সড়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here