
বিবিসি জানিয়েছে, বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ছুরি হামলার খবর জানিয়ে পুলিশ ও অ্যাম্বুলেস কর্মীদের ডাকা হয়। ঘটনাস্থলে গিয়ে ৬ জন আহতকে পাওয়া যায়, কিছুক্ষণ পর আহত এক নারীকে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টা ৩৯ মিনিটে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের সময় পুলিশ টেইজার গান ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসেল স্কয়ারের মাঝামাঝি পার্কের বাইরে সাউথাম্পটন রো-তে পুলিশের একটি ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়েছে। এই এলাকাটি ব্রিটিশ মিউজিয়ামের নিকটবর্তী।
হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।