ডেস্ক রিপোর্ট::  লন্ডনে হেনস্তার শিকার হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ; তাকে ছুরি হামলার হুমকিও দেওয়া হয়েছে। সামজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এ সংক্রান্ত একটি ভিডিও।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এই জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ একাধিক সূত্র এ ঘটনা ও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। তারা জানিয়েছেন, মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরের কাছে ঘটেছে এই ঘটনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, মন্ত্রী মেট্রোরেল বা ট্রামজাতীয় কোনো একটি গণপরিবহনে চেপে কোথাও যাচ্ছেন, এস সময় হেনস্তার শিকার হন তিনি এবং ট্রেন থেকে নেমে যান। হেনস্তাকারী ও হুমকিদাতা সেই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এ ঘটনার পর যুক্তরাজ্যের পাকিস্তান দূতাবাসকে বিশেষ নোটিশ দিয়েছে ইসলামাবাদ। সেই নোটিশে ব্রিটিশ পরিবহন পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ ইস্যুতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যক্তিগত সফরে লন্ডনে আছেন খাজা মুহম্মদ আসিফ। সেখানে পিএমএলএনের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ এবং তার মেয়ে ও পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও রয়েছেন। তাদের দু’জনের সঙ্গেই সাক্ষাতের সূচি রয়েছে তার।

খাজা আসিফকে হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছেন নওয়াজ শরিফ। এক বার্তায় তিনি বলেছেন, এ ঘটনাটি তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন তিনি। পাশাপাশি আসিফের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

“আসিফ আমাদের দলের একজন সাহসী ও দৃঢ় মানসিকতার যোদ্ধা। এ পর্যন্ত যত প্রতিবন্ধকতা তার সামনে এসেছে, প্রতিটিই তিনি সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন” বার্তায় বলেন নওয়াজ।

সূত্র : জিও টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here