জহিরুল ইসলাম শিবলু।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলায়মানের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারী কলেজ মাঠে এই বিদায় ও নবীন বরণ সংবর্ধনা অনষ্ঠিত হয়। বিদায় ও নবীন বরণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

কলেজের উপাধ্যক্ষ ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্‌ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান, রায়পুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল কাদের, টুমচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওয়ালনা হারুন আল মাদানী লক্ষ্মীপুর কলেজের নবাগত অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভূলু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস।

অতিথিদের বক্ত্যবে বক্তারা বলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিট, আগামীদিনে এই কলেজকে একটি শতভাগ শিক্ষা উপযোগী বিদ্যাপিট হিসেবে গড়ে তুলে সাফল্যের উচ্চ শিকরে নিয়ে যেতে হবে।

পরে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here