গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকে চাঁদপুর ও লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর প্রতিনিধি জানান, পুলিশের গুলিতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দু’কর্মী নিহত, শতাধিক আহত ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিএনপির ডাকা অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দূরপল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরে কোনো যানবাহন চলাচল করেনি।
বেশ কয়েকটি মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়। শহরে দোকানপাট ছিল বন্ধ। খণ্ড খণ্ড বেশ কয়েকটি মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। সকালে ছাত্রদলের নেতা ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে বেশ কয়েকবার মিছিল বের হয়। এছাড়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে এবং সহ-সভাপতি যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে মিছিল বের হয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, রোববার গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘাতে দুজন নিহত হলে জেলায় আধাবেলা হরতাল ডাকে বিএনপি। শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।