জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় জব্দ হওয়া প্রায় ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্টে জালে অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার কটরিয়া মাছঘাট এলাকায় জালে অগ্নিসংযোগ করা হয়। এর আগে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে। তিনি আরও জানান, নদীতে জেলেদের জাল ফেলার খবর পেয়ে অভিযান চালানো হয়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে প্রায় ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা। জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় দু’লাখ টাকা।
লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকা মাছের অভয়াশ্রম। মার্চ-এপ্রিল (দুই মাস) অভয়াশ্রমে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ বিচরণ করে বেড়ে উঠবে। এমন পরিস্থিতিতে কোনো বাধা ছাড়াই মাছের উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আইন আমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।