জহিরুল ইসলাম শিবলু।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৌর আশ্রম এলাকা থেকে ট্রাকসহ ৫০মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এক ট্রাক ৫০মণ জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল উপস্থিত থেকে জব্দ কৃত মাছগুলো বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রামগতির পৌর আশ্রম এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়েছে। নিষেধ না মেনে জাটকা ধরার অপরাধে এ সময় তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জাটকা জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার মেঘনা নদী থেকে জাটকা ধরে ট্রাক বোঝাই করে ঢাকায় নেওয়ার সময় জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।