
লক্ষ্মীপুরে ১২৬টি অসহায়, হতদরিদ্র রিকশা শ্রমিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কম্বল উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
সংগঠনের সভাপতি ফারুক হোসাইন নুর নবীর সভাপতিত্বে নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন সহ-সভাপতি নজিব উল্লাহ, হারুনুর রশিদ, জাকির হোসেন বাবুল, সহ-সাধারণ সম্পাদক মীর শিব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নোয়াখালীর চৌমুহনী শাখা তাকাফুল ইসলামী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র জিএম এন্ড ব্র্যাঞ্চ ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম খান তুহিন, ওয়েল কেয়ার হাসপাতালের এমডি, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসাইন মিস্টার, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।