জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপ্টা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নাইম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আরো ৩জন আহত হয়। আহতরা হলেন, রাসেল, মাহি, সাগর।
নিহত নাইম সদর উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। নিহতের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু নাইম, মাহি ও সাগর মোটর সাইকেল যোগে মতিরহাটে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় সুতার গোপ্টা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয় এবং তার ওপর দুই বন্ধু মাহি ও রাসেল গুরুতর আহত হয়। এছাড়াও সিএনজি যাত্রী সাগর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত মাহিকে ঢাকায় প্রেরন করা হয়। বাকি আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।