
জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: ‘আপনার অব্যবহৃত একটি বস্ত্র, হতে পারে কারো লজ্জা বা শীত নিবারণের অস্ত্র’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে মানবতার দেয়াল স্থাপন করলেন স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ। শুক্রবার বিকেলে শহরের ৬নং ওয়ার্ডের হ্যাপী সিনেমাহল রোডে অবস্থিত সংগঠনটির কার্যালয়ের দেয়ালে ‘মানবতার দেয়াল’ এর কার্য্যক্রম শুরু করেন তারা। রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি তারা এবার হাতে নিয়েছেন মানবতার দেয়ালের কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের স্বপন। স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. রিয়াদ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার।
স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল্লাহ আল মামুন, সংঠনের সহ-সভাপতি নুর আলম মিঠু, হিমু হানিফ, একরাম হোসেন রাকিব, সাধারন সম্পাদক নাহিদ হাসান তুহিন, যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদ মিশু, সাংগঠনিক সম্পাদক মেরাজ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ পিয়াস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকরামুল হাসান প্রান্তিক প্রমূখ।
মানবতার দেয়াল প্রসঙ্গে বক্তারা বলেন, আমাদের সবারই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে অনেক দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা কষ্ট করে কিন্ত কারও কাছে কিছু চাইতে লজ্জাবোধ করে। সুবিধাবঞ্চিত সেই সব মানুষদের মুখে হাসি ফুটানোই দেয়ালের উদ্দেশ্য। মানবতার দেয়াল প্রতিষ্ঠার মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলেই আমরা সার্থক বলে মনেকরি।