লক্ষ্মীপুর প্রতিনিধি
গত রোববার লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত ও পুলিশের সংঘর্ষের সময় বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন বাদি হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার, ওসি (তদন-) লিটন দেওয়ান সহ ৫২জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। পরে আদালত শুনানী শেষে মামলাটি অধিকতর শুনানীর জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য্য করেন।
মামলার বাদি জানান, নিহতদের ঘটনায় সদর থানার ওসিকে প্রধান করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদনে-র মাধ্যমে ঘটনার সময় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া নেয়ার দাবি জানান তিনি।
এদিকে এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশের এসআই মোঃ এনামুল কামাল বাদি হয়ে বিএনপি-জামায়াতের ১৮১ জন নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ হাজার জনের বিরুদ্ধে মামলা (নং-৬৬) দায়ের করে।
এছাড়া পুলিশের পক্ষ থেকে গঠিত দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম ঘটনাটি সরেজমিন তদন্ত করছেন। তদন্ত টিমের প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম) বিশ্বাস আফজাল হোসেন এ প্রসঙ্গে বলেন, তদন্ত একটি গবেষণার বিষয়। আলামত, সংশ্লিষ্টদের বক্তব্য, প্রত্যক্ষ ও পারিপার্শ্বিক বিষয়গুলো অধিক সচেতনতার সাথে শনাক্ত করতে হবে। ঘটনাস’লে পুলিশের হাতে লাঞ্চিত ও আহত সাংবাদিকদের সাথে বুধবার এক বৈঠককালে তিনি অভিযুক্ত পুলিশ সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস’া গ্রহণের আশ্বাস দেন। এসময় তদন্তের অন্য সদস্য চট্টগ্রামের এএসপি নুরে আলম মিনা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপসি’ত ছিলেন। এসময় প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা ভিডিও ফুটেজ দেখিয়ে ঘটনার বর্ণনা দেন তদন্ত টিমকে।
উল্লেখ্য, ঘটনার সময় পেশাগত দায়িত্বপালন করতে যেয়ে জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের ৬ জন সাংবাদিক পুলিশের রোষানলে পড়ে আহত হন।