মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ::
জেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার। সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক জেলার সর্বস্তরের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
প্রধান শিক্ষকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রদানের জন্য আশ্বস্ত করা হয় একইসাথে সকল বৈষম্য নিরসন করে এমপিওভূক্ত বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে জাতীয়করণ করার জন্য জোর দাবি তোলা হয় সভায়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন প্রমুখ।
জেলার সদর, কমলনগর, রামগতি, রামগঞ্জ ও রায়পুর উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।