জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, রামগঞ্জ পৌর সভার মেয়র আবু খায়ের পাটোয়ারী, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জমি দাতা অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, মিজ নজরুল ইসলাম চৌধুরী, উদ্যোক্তা মিজানুর রহমান, মা মণি প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ডা. সুমনা সাফিনা, ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন জানান, সদর উপজেলার উত্তরাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিত ১.০৫ শতাংশ জমির উপর ৩ তলা বিশিষ্ট ২ টি ভবন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেন। এ হাসপাতালে প্রান্তিক জনগোষ্টির গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে ঔষুধও দেওয়া হবে। এ হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগন স্বাস্থ্যসেবা পাবেন।
প্রধান অতিথি লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এ প্রত্যান্ত অঞ্চলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মান করা হয়েছে।
এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।