লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৬জনকে ১০০টাকা করে জরিমানা
মাস্ক না থাকায় সচেতন করছেন ইউএনও

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ২৬জনকে ১০০টাকা করে ২হাজার ৬’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯নভেম্বর) দুপুরে জেলা শহরের চক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাছুম এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র বলছে, করোনা মহামারী প্রতিরোধে গত দু’দিন ধরে জেলা শহরের বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বুধবার শহরের ঝুমুর এলাকায় অভিযান চালিয়ে ১৫জনকে জরিমানা করা হয়৷

এ সময় মাস্ক না থাকায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করতে দেখা গেছে। পাশাপাশি কাউন্সিলও করে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সে তুলনায় মানুষের মধ্যে তেমন একটা সচেতনতা দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর “নো মাস্ক, নো সার্ভিস” এ ঘোষণা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। এ উপলক্ষে সংক্রামক রোগ, প্রতিকার ও প্রতিরোধ-২০১৮ এর ১ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here