লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামের মিয়াপাড়ার মিয়া বাড়িতে পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষ পরষ্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গ্রেফতার হয়ে জেলহাজতে থাকা কলেজছাত্র আবদুল মান্নান ও তার ভাই মফিজ উদ্দিনের পক্ষে তার পরিবারের লোকজন জানান, একইবাড়ির প্রতিপক্ষ শরিফ উদ্দিন রিপন গং পরিকল্পিতভাবে একটি মিথ্যা ঘটনা সাজিয়ে নারীসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। মামলায় বর্ণিত হামলা ও মালামাল লুটের ঘটনা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। আবদুল মান্নানের পিতা হোসেন আহমদ দাবি করেন, তার নিরপরাধ ও কলেজ পড়ুয়া ছেলেকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে।

অপরদিকে একইদিন কমলনগর প্রেসক্লাব কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ শরিফ উদ্দিন রিপন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃতরা ভাড়াটে লোকজন নিয়ে তাদের বসতঘরে হামলা করে। এবং এর আগে তার পরিবারের লোকজনকে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় উল্লেখিত হামলা ও লুটপাটের ঘটনাটি সত্য নয় বলে তিনি দাবি করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সাজ্জাদুর রহমান/লক্ষীপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here