লক্ষ্মীপুরে দু’টিতে আওয়ামী লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত হাসান মাকসুদ মিজান, কমলনগ উপজেলার চরলরেন্স ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আহসান উল্যাহ হিরণ ও সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম বেল্লাল হোসেন জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল হক জানান, সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম বেল্লাল হোসেন আনারস প্রতীকে ৩ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯২৯ ভোট।

কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আহসান উল্যাহ হিরণ নৌকা প্রতীকে ২ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট।

রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসান মাকসুদ মিজান নৌকা প্রতীকে ২ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিরাজ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ২২২ ভোট।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের চারটি ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায় রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদর উপজেলার উত্তর জয়পুর, কমলনগরের চরলরেঞ্চ ও রামগতির বড়খেরী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দু’জনের মৃত্যু কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here