জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো মধ্য চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে মো. মাসুদ আলম ও একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদর বাড়ির মো. রফিজুর ইসলামের ছেলে মো. জসিম।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর ঘাট হাটের নৌ পুলিশ ফাঁড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ ও জসিমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকতৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here