জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান প্রমুখ।
পরে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের আগমনে মুখরিত হয়ে উঠে বই মেলা। মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। অমর একুশে বই মেলা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।