
লক্ষ্মীপুরে তরুণ বয়সে লেখালেখিতে বেশ জনপ্রিয়তা অর্জন করা কামরুল হাসান হৃদয়ের জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চক বাজারে সামাজিক সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করেন স্বেচ্ছাসেবীরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডাক্তার ইউছুপ মিলন, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরজু হোসেন, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, তরুণ সাংবাদিক জুনাইদ আল হাবিব, কবি বোরহান উদ্দিন রব্বানী, আলোকসভার চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম।
সংগঠনের সদস্য আবদুর রহমান সুদাইসের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশের রামগতি শাখার মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র আহসান হাবিব ইয়ামিন, রাকিব হোসেন, সবুজ বাংলাদেশের অন্যান্য সদস্যরা।

এর আগে সকালে তার বন্ধুরা কলেজে তার জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানায়।
জন্মদিন উপলক্ষে কামরুল হাসান হৃদয় এক মুমূর্ষু রোগীকে রক্ত দান করেন।
কামরুল হাসান হৃদয় লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরাতে জন্মগ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে বাংলায় অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই লেখালেখিতে হাতেখড়ি। ইতিমধ্যে বেশ ভালোও করেছেন। তার লেখালেখিতে কবিতার সংখ্যা ৪’শ ছাড়িয়েছে। এ ছাড়াও হৃদয় সবুজ বাংলাদেশের সাহিত্য ও পাঠচক্র বিষয়ক সম্পাদক।