লক্ষ্মীপুরে চার সন্তানের জন্ম দিলেন এক মাজহিরুল ইসলাম শিবলু লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার নামে এক প্রসূতি। চার নবজাতকের মধ্যে দু’টি ছেলে ও দু’টি মেয়ে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের মাতৃছায়া প্রাইভেট হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। মা ও চার নবজাতক সুস’ আছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।

প্রসূতি কাজল আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী। ওই দম্পতির এর আগের ৮ বছর বয়সী এক কন্য সন্তান রয়েছে।

হাসপাতালের পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরী জানান, বিকেলে প্রসব ব্যথা শুরু হলে কাজল আক্তারকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। স্বাভাবিকভাবে প্রসব সম্ভব নয় বলে ডাঃ শামিমা নাসরিন সিজার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

সিজার করার পর দেখা যায়, মহিলার গর্ভে চার সন্তান। সিজারে সহযোগিতা করেছেন ডাঃ ইয়াসমিন ও ডাঃ সোহেল আরমান।ডাঃ শামিমা নাসরিন বলেন, মা ও চার নবজাতক সুস’ আছে। তবে প্রসূতি মাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এক সঙ্গে চার সন্তান প্রসব করায় কাজল আক্তারের পরিবারের স্বজনরা আনন্দিত। তারা এটিকে সৌভাগ্য মনে করছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here