লক্ষ্মীপুর সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের গৃহবধূ ৩ সনত্মানের জননী নিহত সেলিনা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে। যৌতুকের দাবিতে তার পাষন্ড স্বামী নেছার আহম্মদ নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে সদর থানায় একটি ইউডি (অস্বাভাবিক) মামলা রেকর্ড হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকে সেলিনার স্বামী নেছার আহমদ বিভিন্ন অজুহাত দেখিয়ে তিন লাখ টাকা যৌতুক নেয়। আরও যৌতুকের জন্য তাকে প্রায় নির্যাতন করা হত। স্বামীর নির্যাতনেই তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে লক্ষ্মীপুর সদর থানার এসআই সোহাগ ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, সুরতহাল রিপোর্টে লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট বিষয়টি নিশ্চিত করবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মিজানুর রহমান মানিক/লক্ষীপুর