জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. সোহাগ (২৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ একই এলাকার আবুল খালেক ওরফে গাঁজা খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ও তার পিতা আবদুল খালেক এলাকায় দীর্ঘ দিন থেকে মাদক বিক্রি করে আসছে। তার পিতা বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে এসে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ওসি আবদুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এস আই এতেশামুল হক, এএসআই মো. বাহার ও এএসআই বাহার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ সোহাগকে হাতে নাতে আটক করে।
সে পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।