জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) লক্ষ্মীপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আবু তাহের।
ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাকসুদ আহমেদ (বাবুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মোতালেব, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সামছুল আলম।
এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত ১৫ সদস্যের কমিটর সভাপতি মো. রেজাউল করিম জেনি ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
ইফতার মাহফিলে জেলায় কর্মরত প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।