মিজানুর রহমান মানিক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের সাংবাদিক মিজানুর রহমান মানিক ও মা বিলকিস আক্তারের সন্তান তামান্না আক্তার (তন্নী) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এবারের (জুনিয়র দাখিল সার্টিফিকেট) জেডিসি পরীক্ষায় জিপিএ ৪.৬৭ পেয়েছে।
উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্যে ভাল রেজাল্ট করতে পেরে সে খুব খুশি। ভাল ফলাফলের পেছনে তার মায়ের অবদান বেশি জানিয়ে তন্নী জানায়, বাড়িতে পড়ার টেবিলে তার মা বেশি নজরদারি করতেন। সাংবাদিক বাবা তার পেশাগত কারণে সময় দিতে না পারলেও মা সবসময় খেয়াল রাখতেন। পড়ালেখার পাশাপাশি সংবাদপত্র, ভ্রমণ কাহিনী ও বিভিন্ন সাময়িকীসহ সাহিত্যমূলক বই পড়তে তার ভালো লাগে। এছাড়া অবসরে বাবার ল্যাপটপ কম্পিউটারে বসে কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম ব্রাউজিং করা তার শখের একটি। ভবিষ্যতে বাংলা সাহিত্যে পড়ার ইচ্ছে রয়েছে তন্নীর। সে সাহিত্যে উচ্চ শিক্ষা সম্পন্ন করে তার মায়ের ইচ্ছা শিক্ষকতা করতে চায়।
পড়ালেখার জন্য নির্ধারিত কোনো সময় ছিল না জানিয়ে তন্নী আরও জানায়, পড়াশোনাতো একান্ত নিজের জন্যই, তাই যখন মন চেয়েছে তখনই পড়েছি। এছাড়া ভালো ফলাফলের পেছনে মাদরাসার শিক্ষকদেরও সহায়তা ছিল। সে তার মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আলী আকবর ও অন্যান্য শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া চেয়েছে। সে তার দাদা মাষ্টার মফিজুর রহমান ও নানা মাষ্টার ছৈয়দ আহমদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে। যাদের কাছে তার হাতেখড়ি হয়েছে।