লক্ষীপুর সকাল ১১টার দিকে শহরের দক্ষিণ তেমোহিনীর রামগতি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএনপি-জামায়াত মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষ শুরু হলে পাঁচজন গুলিবিদ্ধ হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. নিজামউদ্দিন জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে ভর্তি করার পর মো. রুবেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।
সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা রুবেলকে যুবদলের কর্মী বলে দাবি করেছে জেলা বিএনপি।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, হবিগঞ্জ, নেত্রকোনা ও পটুয়াখালীতেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/লক্ষীপুর