মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::
চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট বাজার এলাকা হতে বিকাশ এবং ফ্লেক্সিলাড ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে ১,৫০,০০০/- টাকা ছিনতাই এর ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামী এবং কুখ্যাত কিশোর গ্যাং লিডার মোঃ নাহিদ আহমেদ রিপন (২০) কে গ্রেপ্তার করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এবং শিবগঞ্জ থানা। আটককৃত কুখ্যাত কিশোর গ্যাং লিডার জেলার শিবগঞ্জ থানার সদাশিবপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
শুক্রবার গভীর রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে পাওয়া তথ্য এবং থানার অভিযোগের ভিত্তিতে ক্যাম্পেরঅভিযানিক দল ছায়া তদন্ত করে গত ০৮ আগস্ট তারিখে কুখ্যাত কিশোর গ্যাং সদস্য সিজু (১৯) কে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত মূলহোতা এবং বাকিদের নাম উঠে আসে। এরই প্রেক্ষিতে ১০ আগস্ট রাত্রী সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সাঁরাশি অভিযান যৌথ ভাবে পরিচালনা করে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এবং সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ।
এই ঘটনায় আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।