ডেস্ক রিপোর্ট::  শাহরুখ খান, যাকে বলা হয় বলিউডের কিং অফ রোম্যান্স। একের পর এক সুপারহিট সিনেমা আলো দেখেছে যার হাত ধরে। সেই শাহরুখই কি না ভবিষ্যতে আর কোনো রোমান্টিক সিনেমায় কাজ করবেন না!

ভক্তদের জন্য খবরটা অবাক করার মতো হলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন খোদ কিং খান নিজেই। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ।

সেখানে করণ জোহর বলিউড বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, “শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে শাহরুখ বলেন, ‘আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন কমবয়সীদের এসব করতে দিন।’

শাহরুখের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘পাঠান’-এও রোমান্টিক গল্পের অবতার কমই ছিল। বরং রোম্যান্স কিং খ্যত শাহরুখ নিজের খোলস ছেড়ে অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন পর্দায় ভক্তদের সামনে। দুই ছবিই ব্যাপক হিট হয়েছে বক্স অফিসে। ভেঙেছে পূর্বের সকল রেকর্ড।

ভক্তরা যে শাহরুখের এমন অবতারকে দারুণভাবে গ্রহণ করেছেন তারই প্রমাণ এই দুই সিনেমা। ফলে শাহরুখও হয়তো এখন ভেবেছেন, ভবিষ্যতে এমন সকল গল্পের সিনেমাতেই বেশি কাজ করবেন তিনি।

এদিকে শাহরুখকে আগামীতে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাংকি’ ছবিতে। সিনেমায় বলিউড বাদশাহ হাজির হবেন কোন রূপে সেই উত্তর মিলবে ২২ ডিসেম্বর ‘ডাংকি’ মুক্তির পর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here