সদ্য দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সারাবিশ্বে রেলপথ লাভজনক। কিন্তু বাংলাদেশ রেলপথ হচ্ছে লোকসানের খাত। রেলের লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করব।
সোমবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর রেলের সিঙ্গেল লাইনকে ব্রডগেজ করা হবে। আর ব্রডগেজ লাইনকে ‘ইলেকট্রিফাইং’ করা হবে।’ তিনি বলেন, প্রতিটি ট্রেন যাতে সময়মতো চলে, ট্রেন ও স্টেশন যাতে পরিচ্ছন্ন থাকে সে ব্যবস্থা করা হবে। এছাড়া ই-টিকেটের ব্যবস্থা করা হবে বলেও জানান সুরঞ্জিত।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। রেলওয়ের যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে সেগুলো উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
সুরঞ্জিত আরও বলেন, সৈয়দপুর রেলওয়েকে আধুনিক করা হবে। ট্রেনের ভাড়া বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সুরঞ্জিত বলেন, যত গুড় ততো মিঠা। সেবা পেতে হলে কিছু দিতে হতে পারে।
মন্ত্রীসভার রদবদল প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, দেশের জনগণের প্রতিক্রিয়া সরকারকে স্পর্শ করেছে। এখন যে রদবদল হয়েছে তাতে আরও চমক পেতে হলে জনগণকে অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা