ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ঘুর্ণিঝড় ‘রেমাল’ এর তান্ডবে নানাবিধ সংকটে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (২৭ মে) ঝড়ো বাতাসেও ক্লাস-পরীক্ষা চালু রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলছেন, আমাদের এখানে তেমন কোন প্রভাব নেই।
তিনি বলেন, স্বাভাবিক ভাবেই ক্লাস-পরীক্ষা চলবে। পরে যদি পরিস্থিতির অবনতি হয় তখন সিদ্ধান্ত নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের মাঝে গাছ উপড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসিস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্মাণ শ্রমিকদের আবাসস্থলের টিনের ছাউনি উড়ে গেছে।
এদিকে, গতকাল রাত থেকেই শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বিদ্যুৎ নেই। ফলে পানি ও ওয়াইফাই সংকটসহ নানাবিধ সংকটে পড়েছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা। সব হলে পর্যাপ্ত খাবার পাচ্ছে না শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জিয়া মোড়ের খাবারের দোকানগুলোও বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ঝড়-বৃষ্টিতে রুম থেকে বের হওয়াই কষ্টসাধ্য। অথচ এই বৈরি আবহাওয়ায়ও ক্লাস-পরীক্ষা চালু রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হলেও আজকের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা উচিত ছিল।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ ২৭ মে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে ২৭ মে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here