আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ১৪ জন আহত হয়েছে। বুধবার দুপুর ১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের মাহনা এলাকায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহত মাসুমা আক্তার জানান, নোয়াখালী জেলার সোনাইমারি এলাকার বাড়িতে তাদের দাদী মারা যায়। আর দাদীর জানাজায় অংশ গ্রহন করতে নরসিংদীর সদর থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১১-৩৫৪৫) যোগে নোয়াখালী যাওয়ার পথে বুধবার দুপুর ১ টায় রূপগঞ্জের মাহনা এলাকায় সিমেন্টবাহী ট্রাকের (ঢাকা মেট্রো উ ১১-১১২৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে মাইক্রোবাসটি ধুমরে মুচরে যায়। এসময় মাইক্রোবাসে থাকা একই পরিবারের হোস্না, আয়েশা, আনোয়ার, আলমগীর, তানজিনা, সপ্না, টুম্পা, সোমাইয়া, জান্নাত, জাহিদ, মাসুমা, সাইফুলসহ ১৪ জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here