ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সোমবার রাত সাড়ে ১১টায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ধুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও রড বোঝাই পিকআপ ভ্যানটি পুলিশ আটক করেছে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, উপজেলার কর্ণগোপ এলাকায় রাসত্মার পাশে থাকা রড বোঝাই পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্টো-ঠ-১১-৪৪৮৩) নরসিংদীগামী প্রাইভেটকারটি (চট্ট মেট্টো-খ-০৫-০১০৮) দ্রম্নতগতিতে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

এ সময় কুমিল্লার হোমনা উপজেলার দৌলরদী গ্রামের সুন্দর আলীর ছেলে প্রাইভেটকার চালক জহিরুল ইসলাম (৩০), রূপগঞ্জের ভুলতা গ্রামের মনিরউদ্দিনের ছেলে তোবারক হোসেন (৪৬) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাইমীরচর গ্রামের মোহাম্মদ উলস্নাহর ছেলে আনিছুর রহমানের (৪৫) মৃত্যু ঘটে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here