ঢাকায় বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের হামলার প্রতিবাদে রবিবার রাত সোয়া নয়টায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা আব্দুল আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন জানান, রবিবার ঢাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় রাতেই রূপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা একটি বাসে অগ্নিসংযোগ করে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ভুলতা ফাঁড়ি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপির যেখানে বিক্ষোভ মিছিল করেছে সেখান থেকে ৫০০ গজ দূরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার দুপুরে রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমান জানান, বাসে দেওয়া আগুন নিভানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ