রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে যুবলীগ নেতা আফজাল হোসেনের (৪২) লাশ শনিবার আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন করা কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী সদর থানা থেকে আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে নিহতের লাশ দাফন করেছিল। লাশ উদ্ধারের পর থেকেই এলাকায় চরম আতংক বিরাজ করছে।

নিহত আফজাল হোসেনের পরিবার জানান,  বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রূপগঞ্জের বাগবের বাজার থেকে সাদা রঙের একটি মাইক্রোবাস যোগে আফজাল হোসেনকে কে বা কারা তুলে নিয়ে যায়। এর পর থেকে যুবলীগ নেতা নিঁেখাজ হয়। শনিবার সকালে খবর পেয়ে নরসিংদী থানায় যোগাযোগ করলে নিহত লাশের ছবি দেখালে আফজাল হোসেনকে চিহ্নিত করে।

পুলিশ জানায়, আফজাল হোসেনের ডান পায়ে ও মাথায় দুটি গুলি করে কে বা কারা হত্যা করে নরসিংদী সদর উপজেলার শেখেরচর ট্রেন লাইনের পাশে ফেলে রাখে। লাশের কোন পরিচয় পাওয়া না গেলে শুক্রবার আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে। এ হত্যাকে কেন্দ্র করে রূপগঞ্জে চরম আতংক বিরাজ করছে। এ ব্যাপারে শনিবার রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আফজাল হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৩টি হত্যা, ২টি ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here