নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকসেবীরা এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে কলেজে যাওয়ার পথে তাকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এই ঘটনা ঘটে।
অপহৃতার পিতা আব্দুল আলী জানান, তার মেয়ে কাঞ্চন সলিম উদ্দিন বিশ্ববিদ্যাল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে কলেজে যাওয়ার পথে বিরাব এলাকার মাদকসেবী হাবিবুর, আলী হোসেন, আলামিনসহ ৬/৭ জন অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা ফাতেমাকে একটি সাদা প্রাইভেটকারে তুলে কাঞ্চন এশিয়ান হাইওয়েতে উঠে পালিয়ে যায়। এ ঘটনায় আব্দুল আলী বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
এদিকে থানায় মামলা না করার জন্য মাদকাসক্ত সন্ত্রাসীরা অব্যাহত হুমকি দিয়ে আসছে বলে আব্দুল আলী অভিযোগ করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমান বলেন, অপহরনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ