রুদ্র অয়ন
আজও পাইনি উত্তর

-রুদ্র অয়ন 

সেই কবে
কোন এক ফাগুন দিনে
অব্যক্ত কথামালা লিখে
পাঠালেম তোমার নামে।

তারপর
কেটে গেছে কত নিশি দিন…
উত্তর পাইনি আজও।

আচ্ছা
তুমি কি পড়েছিলে-
হৃদয়ের অব্যক্ত কথাগুলো?

উত্তর দাওনি কেন?
নাকি শাড়ির আঁচলে
বেঁধে রেখেছিলে;
সময় করে পড়বে বলে।
পড়া হয়ে ওঠেনি আর।

নাকি চিঠিটি ছিঁড়ে ফেলে
মুক্ত সুখ নিয়েছিলে।

নাকি তুমি পাওইনি চিঠিটি!
হয়তো এখনো
ডাক বাক্সেই বন্দি
সেখানেই মনে হয় চিঠিটা এখনো আর্তচিৎকার করছে!

এমনও হতে পারে-
ডাক পিয়ন একটা মাত্র চিঠি তাই ফেলে দিয়েছে ডাস্টবিনে!

হয়তো তোমার
আগের ঠিকানা
এখন আর নেই।

এখন আর কেউ কাউকে
যত্ন করে চিঠি লিখেনা ;
এখন মেইল বা ক্ষুদে বার্তা
আসে মোবাইল ফোনে।

তুমি নিজের খেয়ালে
ছেড়ে গেলে আমায়!
নাকি হেয়ালি মনেই
বেসেছিলেভাল
আজও হয়নি জানা।

কত কথায়
ভালবাসায়
হারাতাম দু’জনে।

আজ আর রাখোনা
কোনও খোঁজ!

যদি কখনও কোনদিন
তোমার হাতে
চিঠিটি পৌঁছায় তবে!

তবে-
আমাকে ছেড়ে
কতটা ভাল আছো,
কতখানি সুখ কুঁড়োচ্ছো
নতুন কাউকে নিয়ে।
জানা অজানা
আরও কথা লিখে
নীল খামে ভরে
উড়িয়ে দিও
বাতাসে ঠিকানায়।
বাতাস থেকেই
খুঁজে নিবো বার্তা তোমার
কোনও এক গোধূলি বেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here