
ভালবাসা যেখানে প্রগাঢ়
-রুদ্র অয়ন
সমুদ্রের পানে চেয়ে
তুমি বললে- দেখো, এই
সমুদ্রের গভীরতা কত বিশাল।
আছড়ে পড়া ঢেউয়ের মত
তোমায় বুকে জড়িয়ে বললাম-
এ বুকের গভীরতার চেয়ে
গভীর নয় মোটেও।
দিগন্তে পাখিদের
ছুটে চলা দেখে বললে-
দেখো, মুক্ত বিহঙ্গের
কত আনন্দময়
কত সুখময় উল্লাস।
হাতের মুঠোয়
তোমার হাত
নিয়ে বললাম-
এ হাতের মুঠোর সুখের
চেয়ে বেশি সুখময় নয়।
জোছনা স্নাত রাতে
স্নিগ্ধ চাঁদের আলো দেখে বললে-
দেখো, কতই না স্নিগ্ধ সৌন্দর্য্য।
আমি চোখ তুলে
চোখে চোখ রেখে
অপলক তাকিয়ে বললাম,
যে সৌন্দর্য্য আমি দেখছি
এরচেয়ে বড় কিছু নেই আর।
মেঘ গড়িয়ে
বৃষ্টি নামার ক্ষণে
তুমি বললে-
দেখো, কতই না মধুর
ভালবাসায় সিক্ত এ পৃথিবী!
আমি পরমানন্দে
চোখের পানি ঝরিয়ে বললাম,
এরচেয়ে বেশি উর্বর সিক্ততা
আর কি হতে পারে?
দিগন্ত জুড়ে
সবুজের সমারোহে
বিভোর হয়ে বললে-
দেখো, কতই না
সবুজাভ মাধুর্য প্রকৃতি!
আমি তোমাকে শিকড়ের মত
অষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বললাম,
এতটা সবুজাভ মনের ভালবাসা
কি হতে পেরেছে কখনো প্রকৃতি?
ভালবাসা যেখানে প্রগাঢ়,
ভরসা- বিশ্বাস যদি
থাকে অবিচল।
কুঁড়েঘরেও যদি থাকে
ভরসা আর
বিশ্বস্ত ভালবাসা,
সে ঘরও হয়ে ওঠে
প্রেমের তাজমহল।