রুদ্র অয়ন

তুমি ভালো থেকো

-রুদ্র অয়ন

 

কতো ঘোর অমাবশ্যা

কতো জোছনা স্নাত

চন্দ্রপূর্ণিমা পেরুলো

তুমি আর এলেনা ফিরে !

 

সেই লালমাটি,

চা বাগান

উঁচু টিলা-পাহাড় পেরিয়ে

কাছাকাছি হয়েছিলেম দূজনে।

 

যাবার কালে বলেছিলে-

অপেক্ষা করো

আমিতো শুধু তোমারই।

 

তারপর থেকে

অপেক্ষায় থেকেছি।

 

কত দিন

কত রাত পেরিয়ে গেছে

তুমি আর আসোনি ফিরে !

 

হঠাৎ এক দিন বললে-

বেশ আছো তুমি,

তোমার সুখে

আমি যেন বাঁধা না হই!

 

আমি যে

বড্ড ভালোবেসেছিলেম তোমায়।

তবে তাই হোক ;

তোমার সুখে

বাঁধা হতে চাইনে কোন কালেই ।

 

না হয় নিরব কষ্ট নিয়ে

মুখে হাঁসি এঁকে সব্বাইকে বলবো –

বেশ আছি আমি।

না হয় নিরব অভিমানে

একাকি সংগোপনে কেঁদে যাবো।

 

তবু তোমার সুখ চাই আমি।

তবু আমি চাই-

তুমি ভালো থেকো

তুমি ভালো থেকো ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here