ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জনপ্রিয় ড্রামবাদক সাইদুজ্জামান রিডের নতুন গানের মিউজিক ভিডিও ‘তুমি হীনা’ আগামী বৃহস্পতিবার (২২ জুন) মুক্তি পাচ্ছে। আবিদ রনি’র কথা, সুর ও সঙ্গীতে রিড স্টুডিওর প্রযোজনায় ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

সাইদুজ্জামান রিডকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এতদিন শুধু মঞ্চে ড্রামই বাজাতে দেখেছেন। কখনও গান গাইতে দেখা যায়নি। এবারেই প্রথম তাকে গায়ক হিসেবে মিউজিক ভিডিওতে দেখা যাবে ‘তুমি হীনা’ নতুন গানে। তিনি ছোটবেলা থেকেই গান গাওয়ার চর্চা করতেন কিন্তু কখনও তা প্রকাশ করেননি। তার মনের গহীনে যে শিল্পী মন লুকায়িত ছিল তা এতদিনে কেউই জানতো না। গত বছর ২৪ ডিসেম্বরে নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত উত্তর আমেরিকার জনপ্রিয় কন্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠানে ত্রিনিয়ার সঙ্গে দ্বৈতকন্ঠে গান গেয়ে বাজিমাত করেন রিড। প্রথমদিন মঞ্চ গেয়েছিলেন দ্বৈতকন্ঠে গান গেয়েই দর্শকশ্রোতাদের মন জয় করে নেন ড্রামবাদক সাইদুজ্জামান রিড।

তুমি হীনা মিউজিক ভিডিওতে সাইদুজ্জামান রিডের গানের সাথে মডেল হিসেবে অভিনয় করেছেন শাকিলা পারভিন। ফটোগ্রাফিতে করেছেন-সানি খান, ভিডিও সম্পাদনা করেছেন শাহেদ ও প্রচারণার দায়িত্বে রয়েছেন মুন্না।

সাইদুজ্জামান রিড জানান, যখন তার বয়স ১২ বছর তখন থেকেই মঞ্চে ড্রাম বাজাতে শুরু করেন। ১৯৮৫ সালের থেকে তার বড় ভাইয়ের সঙ্গে ‘অক্টাভ’ ব্যান্ড জড়িয়ে পড়েন। প্রথম মঞ্চে ড্রাম বাজিয়েছেন ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে। নব্বইয়ের দশকে তিনি ‘ইভস’ নামের একটি পেশাদারি ড্রাম ব্যান্ডে যোগ দেন। সেই থেকে অদ্যাবদি দেশ ও বিদেশের সকল স্তরের শিল্পীদের সাথে বিভিন্ন মঞ্চে ড্রাম ও অক্টোপ্যাড বাজিয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন রিড। ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সাইদুজ্জামান রিড বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। কয়েক বছর আগে নিউ ইয়র্কের বেশ কয়েকজন যন্ত্রশিল্পী মিলে গড়ে তুলেছেন ‘বাংলা ব্যান্ড’। গোটা যুক্তরাষ্ট্র জুড়েই রয়েছে বেশ জনপ্রিয়তা।

গ্রীষ্ম মৌসুমে ‘বাংলা ব্যান্ড’ নিয়ে ঘুরে বেড়ান এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে। দেশে অবস্থানকালে বেসরকারি টেলিভিশনসহ নামিদামি সেলিব্রিটি/তারকাদের সাথে ড্রাম বাজিয়েছেন বিভিন্ন মঞ্চে। দেশের প্রখ্যাত ও জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনক চাপা, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, সুবির নন্দী, বেবী নাজনীন ও রিজিয়া পারভীনসহ অসংখ্য শিল্পীর সাথে বিভিন্ন মঞ্চে ড্রাম বাজিয়েছেন। সাইদুজ্জামান রিডের দেশের বাড়ি যশোর জেলার সদর থানায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here