
জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুর প্রেসকাবের ২০২০ সনের নির্বাচন সম্পন্ন হয়েছে। মোঃ মাহবুুবুল আলম মিন্টু (দৈনিক দিনকাল, দৈনিক উপকূল প্রতিদিন) সভাপতি ও আনোয়ার হোসেন ঢালী (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে শহরের জনতা সুপার মার্কেটে কাবের অস্থায়ী কার্যালয়ে কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়। কাবের ২৪ জন সদস্যের মধ্যে ২৩জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেন সাবেক সভাপতি শংকর মজুমদার ও মোঃ মাহবুবুল আলম মিন্টু।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (দৈনিক সমকাল), আবদুল করিম (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল আলম (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসেন সজিব (দৈনিক ভোরের পাতা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ (দৈনিক আমার সংবাদ), কার্য নির্বাহী সদস্য পদে কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ (দৈনিক সংবাদ), মোঃ মোস্তফা কামাল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মো. কামাল উদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), আব্দুল লতিফ (দৈনিক মানবজমিন), নুরুল আমিন ভূঁইয়া দুলাল (দৈনিক মানবকন্ঠ), মুকুল পাটওয়ারী (দৈনিক যায়যায়দিন), এম আর সুমন দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ, সদস্য হিসেবে মিজানুর রহমান মোল্লা ও মোঃ মোস্তফা কামাল দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া, ওসি তদন্ত শিপন বড়ুয়া, দৈনিক উপকূল প্রতিদিনের সম্পাদক-প্রকাশক মোঃ জহিরুল ইসলাম, বিটিভি ও আমাদের সময়ের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোর ও যায়যায়দিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, রামগঞ্জের খাতুনে জান্নাত মাদ্রাসার সুপার মাওলানা মুরাদ হাসান, রায়পুর মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রিপন, ৭১টিভি ও সমকালের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির, সাংবাদিক এসএম বেলাল, আ’লীগ নেতা আনসার উল্লাহ, বিভিন্ন সাংবাদিক কাবের সভাপতি-সম্পাদকগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ।