লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দঁন্ত চিকিৎসার পেশার সাথে জড়িত সকলকে নিয়ে ঐক্যবদ্ধতার লক্ষ্যে “রায়পুর ডেন্টাল এসোসিয়েশন ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পৌর শহরের একটি চাইনিজে রবিবার রাতে সংগঠন এর ৩৩ জন সদস্যের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চেম্বারের সূরক্ষ্যা, চিকিৎসার নিশ্চয়তা, ওরাল হাইজিন, চিকিৎসা সেবা পেশায় রোগীর সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের লক্ষ্যে সংগঠন এর আত্মপ্রকাশ ঘটে বলে জানান সংগঠনটির উদ্যোক্তা সদস্য শাহআলম মিয়াজী।
সবার মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হলে। কন্ঠ ভোটে পারভীন ডেন্টাল ক্লিনিক এর ডা.আবু ইউছুফ ভূইয়া সভাপতি, রায়পুর ডেন্টাল ক্লিনিক এর ডেন্টিস্ট মো.ওয়াহিদুর রহমান মুরাদ, জারিফ ডেন্টাল এর এম হায়দার অপু সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিনিয়ার সহ সভাপতি পদে এ্যাপলো ডেন্টাল এর ডেন্টিস্ট নুর ই আলম মুকুল, সহ সভাপতি আলাউদ্দিন ডেন্টাল এর পরিচালক আলাউদ্দীন মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া ডেন্টাল এর স্বত্তাধিকারী শাহআলম মিয়াজী, অর্থ সম্পাদক শাহজাহান সহ আরো অনেকে অনেক পদবী নিয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক নতুন দায়িত্ব নিয়ে সকলকে জনগনের কল্যাণে ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এটিই প্রত্যাশা করছেন বলে জানান।