আব্দুল খালেক রিয়াদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

অরুণ্যেদয়ের যুগোল্ল্লাস’ এই শ্ল্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দু’দিন ব্যাপী যুগপূর্তি উৎসব আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আন-র্জাতিক সেমিনারে রাবি প্রো-ভিসি প্রফেসর মুহাম্মদ নুরুল্লাহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নৃবিজ্ঞানের প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি কালচারাল নৃবিজ্ঞান সম্পর্কে অবগত হতেন তাহলে দেশে এত মারামারি হত না। সুতরাং রাষ্ট্র পরিচালনা করতে হলে নৃবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা মানব জাতিকে সৃষ্টি করে পার্থক্য তৈরী করে দিয়েছেন যাতে করে তারা একে অপরকে চিনতে পারে। আর নৃবিজ্ঞান সেই কাজই করে যাচ্ছে।

এর আগে সকাল নয়টায় সিনেট ভবনের সামনে শিক্ষা সচিব জাতীয় পতাকা ও রাবি ভিসি বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শুক্রবার বেলা ১০ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাবি ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে “ইউটিলাইজেশন অব এ্যানথ্রোপলজিক্যাল নলেজ ইন ডেভেলপমেন্ট” শীর্ষক আন-র্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস’াপন করেন যুক্তরাষ্ট্রের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর হিলারী স্টা্যন্ডিং। বক্তব্য রাখেন রাবি প্রো-ভিসি প্রফেসর মুহাম্মদ নুরুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও নৃবিজ্ঞান  বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. মুহাম্মদ মিজান উদ্দিন, উৎসব আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর মু. কামাল পাশা প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই নৃবিজ্ঞাণীদের অবাধ বিচারণ প্রয়োজন আছে। শুধু দেশেই নয় দেশের বাইরেও এ জ্ঞানের প্রচার ঘটাতে হবে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই নৃবিজ্ঞানের প্রয়োজন রয়েছে। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে আরও উন্নয়নের জন্য নৃবৈজ্ঞানিক অধ্যায়নের প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, নৃবিজ্ঞান একটি ডিসিপ্লিন হলেও এর জ্ঞানকান্ডের পরিধি অনেক বেশি। এটি অধ্যায়নের সময় সমস- বিষয়কে সম্পৃক্ত করে। তাই বাংলাদেশের যেকোন উন্নয়নমুলক জরিপের ক্ষেত্রে নৃবিজ্ঞানীদের অংশগ্রহন দরকার আছে বলে তিনি উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে রাবি ভিসি বলেন, নৃবিজ্ঞান তার নিজেস্ব গতিতে অধ্যায়ন করছে। এক্সেত্রে এস বাস-ব প্রয়োগ দেখাতে ফলিত নৃবিজ্ঞানের প্রতি গুরুত্ব দিতে। তিনি বলেন, সমাজের বিভিন্ন রকামের হিংসা বিদ্বেষ থেকে বাচার জন্য রাষ্ট্র নায়কদের মাঝে সম্প্রীতি স’াপনের জন্য নৃবিজ্ঞান অধ্যায়নের গুরুত্ব রয়েছে।

পরে রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের পুথক তিনটি গ্যারালিতে নয়টি সেশনে মোট ৩৬টি গবেষনা প্রবন্ধ উপাস’াপন করা হয়। সন্ধ্যায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল ২য় দিনে অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য র‌্যালী, সাড়ে ১০ টা থেকে পৌনে ৪ টা পর্যন- আনর্-াজাতিক সেমিনার, বিকাল ৪টায়  পূর্নমিলনী ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here