বৃহস্পতিবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল এম আব্দুল মুবিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সংঘটিত ঘটনাবলী অবহিত করেছেন।

তিনি রাষ্ট্রপতিকে বলেন “গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে অবসরপ্রাপ্ত ও চাকরিরত কয়েকজন সেনা কর্মকর্তার একটা ষড়যন্ত্র সেনাবাহিনী সম্প্রতি নস্যাৎ করে দিয়েছে।

বৈঠকে সেনাপ্রধান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কমান্ড্যান্ট কনফারেন্স ও পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

জেনারেল মুবিন এ সময় রাষ্ট্রপতিকে জানান যে, তার আমন্ত্রণে সৌদি আরবের সেনাপ্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন এবং তিনি নিজে থাই সেনাপ্রধানের আমন্ত্রণে আগামী মার্চে থাইল্যান্ড সফর করবেন।

সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডে সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মনযোগ সহকারে সেনাপ্রধানের বক্তব্য শোনেন এবং সেনাবাহিনীর আধুনিকায়নে তার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লি­ষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here