রাশিয়ার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তুষারঝড়ের কবলে পড়া দলের বাকি ১৪ আরোহীকে নিরাপদে নেওয়া হয়েছে। তাঁদের উদ্ধার করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সময় মোকাবিলা করতে হয়েছে ঝোড়ো বাতাস ও শূন্যের নিচে থাকা তাপমাত্রা। তুষারঝড়ের কারণে আশপাশ ঠিকভাবে দেখাও যাচ্ছিল না।

বুধবার ওই পর্বতারোহণ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে, দলটির সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় এক নারী অসুস্থবোধ করেন। এমন পরিস্থিতিতে একজন গাইড তাঁকে নিয়ে ফেরার পথ ধরেন। ওই গাইডের সঙ্গে থাকা অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতার মাউন্ট এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। প্রতিবছরই পর্বতটি জয় করতে গিয়ে অনেক আরোহীর মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here